China-India has become an Important Region in South Asia

0
108

দক্ষিণ এশিয়ায় চীন ও ভারত গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়া বর্তমান বিশ্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে- যেখানে চীন ও ভারত উভয়েরই গঠনমূলক ভূমিকা পালন করা উচিত। এই অঞ্চলে পারস্পরিক স্বার্থ রক্ষায় সহযোগিতা ও অংশীদারিত্ব প্রতিষ্ঠা সর্বোত্তম পন্থা। দক্ষিণ এশিয়ার অনন্য অবস্থানটি চীনের মতো বৃহৎ শক্তিগুলোর ব্যাপক তৎপরতা ব্যাখ্যা করার জন্য আরও গভীরভাবে বুঝতে হবে।

কেআরএফ সেন্টার ফর বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্সের  (সিবিজিএ) আয়োজনে  সিবিজিএ সম্মেলন ও সংলাপ কক্ষে বুধবার (১২ জুলাই) ‘দক্ষিণ এশিয়ায় চীনের সম্পৃক্ততা: বিষয়বস্তু, অংশীদার এবং কৌশল’  আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের নয়া দিল্লীর সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রগ্রেসের (সিএসইপি) দুই প্রখ্যাত ভারতীয় গবেষক কনস্ট্যান্টিনো জেভিয়ার ও জাবিন টি জ্যাকব।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে তারা বলেন, কয়েক দশকের সীমিত সম্পৃক্ততার পর চীন ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক দ্রুত গভীর ও বৈচিত্র্যময় করেছে।

‘চীনের লক্ষ্য দুটিদিক বিবেচনায় এগিয়ে চলেছে: নিজের পক্ষে অনুকূল নীতিগুলোকে উৎসাহিত করা এবং তার মূল স্বার্থের বিরুদ্ধে যেতে পারে এমন সিদ্ধান্তগুলোকে মোকাবিলা করা। অংশগ্রহণকারীরা আরও জোর দেন যে চীন দক্ষিণ এশিয়ার সঙ্গে কেবল বাণিজ্য এবং অন্যান্য অর্থনৈতিক সম্পর্কের বাইরেও ক্রমশ প্রভাবশালী হয়ে উঠেছে।

সেমিনারের সভাপতি অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, দক্ষিণ এশিয়া বর্তমান বিশ্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে যেখানে চীন ও ভারত উভয়েরই গঠনমূলক ভূমিকা পালন করা উচিত।

তার মতে, এই অঞ্চলে পারস্পরিক স্বার্থ রক্ষায় সহযোগিতা ও অংশীদারিত্ব প্রতিষ্ঠা সর্বোত্তম পন্থা। দক্ষিণ এশিয়ার অনন্য অবস্থানটি চীনের মতো বৃহৎ শক্তিগুলোর ব্যাপক তৎপরতা ব্যাখ্যা করার জন্য আরও গভীরভাবে বুঝতে হবে বলেও তিনি মনে করেন।

অধ্যাপক দেলোয়ার বলেন, দক্ষিণ এশিয়ায় জ্ঞানভিত্তিক গোষ্ঠীগুলোর বা সংস্থাগুলোর মাঝে বিভিন্ন বিষয়ে আরও মত বিনিময় ও মিথস্ক্রিয়া হওয়া উচিত।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআইআইএসএসের আবু সালাহ মো. ইউসুফ, এয়ার কমোডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, এম আইনুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান, রাষ্ট্রদূত শহীদুল হক, মাইনুল আলম ও  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান মো. শামসুদ্দিন।

প্রকাশিত দৈনিক ইত্তেফাক [লিংক]