How sustainable will the new government be in Pakistan?

168

পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান থেকে শুরু করে ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত কেউই তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি। এর মধ্যে একাধিকবার দায়িত্ব পালনকারী বেনজির ভুট্টো, নওয়াজ শরিফও রয়েছেন। সর্বশেষ ইমরান খানের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুতির মাধ্যমে পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটেছে। পাকিস্তানের রাজনীতিতে সামরিক বািহনীর হস্তক্ষেপ সব সময় আমরা দেখে আসছি। এমনকি সেখানে অর্ধেকের বেশি সময়জুড়ে সামরিক বাহিনীই ক্ষমতায় ছিল। এর বাইরে ইমরান খানসহ যারাই ক্ষমতায় ছিলেন; সেখানেও সামরিক বাহিনীর ভূমিকা ছিল। ফলে একটা স্থিতিশীল শাসন পাকিস্তানে গড়ে ওঠেনি >>> বিস্তারিত